আইজল, ১ নভেম্বর (হি.স.) : মিজোরাম বিধানসভা নিৰ্বাচনে ছোট ছোট দলগুলো তাদের নিজেদের ভাগ্য পরীক্ষা করার প্ৰস্তুতি চালিয়েছে। এ ব্যাপারে মেঘালয়ের ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পাৰ্টি সংক্ষেপে এনপিপিও মিজোরাম বিধানসভা নিৰ্বাচনে একক শক্তিতে প্ৰতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা ব্যক্ত করেছে।
আজ বৃহস্পতিবার মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী তথা এনপিপি সভাপতি কনরাড সাংমা এখানে এসেছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি জানান, আসন্ন মিজোরাম বিধানসভা নিৰ্বাচনে তাঁর দল ১০ থেকে ১৫ জন প্ৰাৰ্থী দিতে প্ৰস্তুতি চালিয়েছে। মুখ্যমন্ত্ৰী সাংমা জানান, শীঘ্ৰই এ সম্পর্কে প্ৰাৰ্থীর একটি তালিকা ঘোষণা করা হবে।
এখান উল্লেখ করা যেতে পারে, ৪০ আসনের মিজোরাম বিধানসভার ভোট আগামী ২৮ নভেম্বর। মেঘালয়ের শাসকদল এনপিপি-র টিকিটে নির্বাচিত বিধায়ক রয়েছেন নাগাল্যান্ড এবং মণিপুর বিধানসভায়ও। খ্রিষ্টান অধ্যুষিত রাজ্য মিজোরামেও ছোট্টে এই দল ভিত গড়তে চাইছে।