জল্পনাই সত্যি হল, পুত্র সন্তানের মা হলেন সানিয়া মির্জা

হায়দরাবাদ, ৩০ অক্টোবর (হি.স.): জল্পনা চলছিল বহুদিন ধরেই| অবশেষে জল্পনাই সত্যি হল| মা হলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা | জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের| সানিয়া মির্জার স্বামী, পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক নিজেই মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত এ কথা জানিয়েছেন| টুইট করে শোয়েব লিখেছেন, ‘পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সানিয়া মির্জা| শিশু এবং মা দু’জনই সুস্থ এখন সুস্থ রয়েছে|’
২০১০ সালে টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয় পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের | চলতি বছরের এপ্রিল মাসে সানিয়া মির্জার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে | এরপর চলতি মাসেই রটে যায় সানিয়া নাকি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন| এরপরই সেলিব্রিটি দম্পতি জানান, ‘এই খবর সম্পূর্ণ ভুয়ো |’  অবশেষে জল্পনাই সত্যি হল | পুত্র সন্তানের মা হলেন সানিয়া মির্জা |
মঙ্গলবার সকালে হায়দরাবাদের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন টেনিস সুন্দরী | শিশু এবং মা দু’জনই সুস্থ এখন সুস্থ রয়েছে| ইতিমধ্যেই টুইটারে অনেকেই সেলিব্রিটি দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন| তাঁদের মধ্যে রয়েছেন পরিচালক ফারহা খানও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *