নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ একের পর এক বিমান প্রত্যাহার করে নিচ্ছে ইন্ডিগো৷ এবার চেন্নাই রুটে বিমান তুলে নিয়েছে সংস্থাটি৷ প্রতিদিন সকাল ১১টায় আগরতলা থেকে সরাসরি চেন্নাই বিমানটি আগামী এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ ফলে, এনিয়ে পরপর দুটি বিমান তুলে নিল ইন্ডিগো৷ রবিবার থেকে দিনের প্রথম বিমানটি তুলে নিয়েছে ইন্ডিগো৷ আগরতলা থেকে কলকাতা সকাল সাড়ে আটটার বিমান তুলে নেওয়ার পেছনে সংস্থার যুক্তি, শীতকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তেমনি, সরাসরি চেন্নাই বিমানটিও তুলে নেওয়ার জন্য একই যুক্তি দেখানো হয়েছে ইন্ডিগোর পক্ষ থেকে৷
ক্রমাগত বিমান তুলে নেওয়ায় এখন টিকিট পেতে ভিষণ সমস্যা দেখা দিয়েছে৷ অবশ্য, বিমান সংস্থা এই দাবি মানতে চাইছে না৷ উৎসবের মরসুমে বিমানের টিকিটের কালোবাজারী হয় সে বিষয়ে অবশ্য সংস্থার পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি৷ ডায়ানামিক সিস্টেমে টিকিট কমতে থাকলেই বাড়তে থাকে দাম৷ ফলে, টিকিটের কালোবাজারী যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ, তাও অস্বীকার করার উপায় নেই৷ গ্রুপ টিকিটিং পদ্ধতিতে টিকিট ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পিএনআর কিনে রাখেন এবং সুযোগ বুঝে চড়া দামে বিক্রি করেন৷
তবে, বিমান প্রত্যাহার সিদ্ধান্ত আগামীদিনে টিকিটের দাম সাধারণের নাগালের বাইরে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ এবিষয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি উঠেছে৷ কারণ, রাজ্যে এখন শুধুই ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করছে৷ সেক্ষেত্রে, কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করে এয়ার ইন্ডিয়ার বিমান বাড়ানোর ব্যবস্থা হোক, সেই দাবি উঠেছে৷