পাথারকা‌ন্দি‌তে আচমকা ঘূর্ণিঝ‌ড়, তছনছ শতা‌ধিক বসতবাড়ি

পাথারকান্দি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : শ‌নিবার সন্ধ্যায় আচমকা ঘূর্ণিঝড়, সঙ্গে প্রবল বৃ‌ষ্টিপা‌তে ব্যাপক ক্ষয়ক্ষ‌তি হয়েছে পাথারকা‌ন্দির বিভিন্ন এলাকা। দুর্গাপু‌জোর আগে বৃষ্টি ছিল। কিন্তু পঞ্চমীর দিন থেকে আকাশ ছিল পরিষ্কার থাকায় ধারণাই করতে পারেননি এভাবে আচমকা তাঁদের কপানে নে‌মে আস‌বে এমন প্রাকৃতিক দুর্যোগ। গত সন্ধ্যার ঘূর্ণিঝড় কাল‌বৈশাখীর ঝড়‌কেও হার মানিয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
শনিবার সন্ধ্যায় ধেয়ে আসা ভা‌রী বৃ‌ষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে পাথারকান্দি নির্বাচন কেন্দ্র এলাকার বাজারিছড়া, পুত‌নি, হা‌তি‌খিরা, লোয়াইর‌পোয়া, চাঁদখিরা এবং ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার শতা‌ধিক পরিবারের বসতবাড়ি তছনছ হয়ে গেছে। গৃহহারা হ‌য়ে পড়েছেন বহু। তাঁরা অন্যত্র আশ্রয় নিতে ছুটোছুটি করছেন। এ খবর পেয়ে র‌বিবার সরজ‌মি‌নে প‌রি‌স্থি‌তি খ‌তি‌য়ে দেখ‌তে পাথারকান্দির সা‌র্কল অফিসার এল খিং‌নতে, বিজেপি-র ব্লক মণ্ডল কমিটির এক প্র‌তি‌নি‌ধি দল গিয়েছেন। তাঁরা ভুক্তভোগীদের পা‌শে দাঁড়ি‌য়ে শীঘ্রই সরকা‌রি সাহায্যে প্র‌তিশ্রু‌তি দিয়েছেন।
পাথারকা‌ন্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পা‌ল প‌রি‌স্থি‌তি খ‌তি‌য়ে দে‌খে ডি‌জেস্টার ম্যা‌নেজ‌মেন্ট ডিপার্ট‌মে‌ন্টে রি‌পোর্ট কর‌তে অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন। প্র‌ত্যেক ক্ষ‌তিগ্রস্ত যা‌তে সরকা‌রি অনুদান পান সে ব্যাপা‌রে তি‌নি অনতিজবিল‌ম্বে জেলাশাসক প্রদীপকুমার তালুকদা‌রের সঙ্গে কথা বলবেন বলে জানান।