জাকার্তা, ২৯ অক্টোবর (হি.স.): টেক-অফের ১৩ মিনিটের মধ্যেই নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার লায়ন এয়ার ফ্লাইট। নিখোঁজ হয়ে যাওয়ার পরই মাটিতে আছড়ে পড়ে বিমানটি। বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আপাতত তল্লাশি এবং উদ্ধার কাজ চলছে। ইন্দোনেশিয়ার সময় অনুযায়ী, সোমবার সকাল ৬.২০ মিনিট নাগাদ জাকার্তা বিমানবন্দর থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশ্যে উড়ে যায় ইন্দোনেশিয়ার লায়ন এয়ার বিমানটি। কিন্তু, টেক-অফের মাত্র ১৩ মিনিটের মধ্যেই, সকাল ৬.৩৩ মিনিট নাগাদ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে জানা যায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং মাটিতে আছড়ে পড়েছে। ‘অভিশপ্ত’ বিমানটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনও পর্যন্ত বিশদে কিছু জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।