আগরতলা, ২৮ অক্টোবর (হি.স.) : পুত্রবধূকে বহিঃরাজ্যে বিক্রি করে দেওয়ার ঘটনায় এখন উত্তাল রাজধানীর গোর্খাবস্তি এলাকা। পুলিশ তদন্তে নেমে এখনও অন্ধকারে হাতড়াচ্ছে।
জানা গেছে, শ্বশুর তার নিজের পুত্রবধূ পূর্ণিমা দেববর্মাকে নিয়ে গত ১৯ অক্টোবর কলকাতায় যান। কিন্তু সেখানে গিয়ে আর বাড়ি ফেরেননি পুত্রবধূ। শেষ পর্যন্ত বধূর বাপের বাড়ির লোকজন প্রথমে এনসিসি থানায়, পরে পশ্চিম মহিলা থানায় অভিযোগনামা দাখিল করেছেন। এর ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৯৮(এ), ৩৬৪, ৩৪১, ৩৪ ধারায় ৬৮/১৮ নম্বরে মামলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় শ্বশুর চন্দন পাল এবং স্বামী বিশ্বজিৎ পালের বিরুদ্ধে পূর্ণিমা দেববর্মাকে বিক্রির অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পশ্চিম মহিলা থানায় মামলা করা হয়েছে। জানা গেছে, কলকাতায় ইন্টারভিউ দেওয়ার নামে শ্বশুর চন্দন পাল পুত্রবধূ পূর্ণিমা দেববর্মাকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন। তার পর একা বাড়ি ফিরে আসেন শ্বশুর চন্দন পাল। কিন্তু পুত্রবধূ পূর্ণিমা বাড়িতে ফিরে না আসায় তাঁর বাপের বাড়ির লোকেরা শ্বশুর বাড়িতে এসে তাঁদের মেয়ের খোঁজ করে তাঁর বাড়িতে ফিরে না আসার কারণ জানতে চান। কিন্তু পূর্ণিমার শ্বশুর বাড়ির লোকজন এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেনি বলে অভিযোগ। তাতে সন্দেহ আরও বৃদ্ধি পায়।
এদিকে অভিযুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না এ প্রশ্ন যেমন উঠছে, আবার গোটা ঘটনারে নিয়ে পূর্ণিমার বাপের বাড়ির লোকজন অনেক তথ্য চেপে যাচ্ছে বলে পুলিশের ধারণা। সবমিলিয়ে চাপা গুঞ্জন, যে কোনও সময় বৃহত্তর আকারে উত্তাল হতে পারে গোর্খাবস্তি এলাকা।