নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): পঞ্জাবের অমৃতসরে ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে ৬০ জনের মৃত্যুর ঘটনার স্মৃতি এখনও মুছে যায়নি দেশবাসীর মন থেকে। ভয়াবহ সেই স্মৃতি এখনও টাটকা পঞ্জাব-সহ গোটা দেশবাসীর মনে। এমতাবস্থায় দিল্লির নাঙলৈ রেল স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল তিনজন ব্যক্তির। মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
রেল পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে নাঙলৈ রেল স্টেশনের সন্নিকটে রেললাইনের উপরে বসে মদ্যপান করছিলেন তিনজন ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা তাঁদের সতর্ক করেছিলেন বহুবার, কিন্তু কারও কথা তাঁরা শোনেননি। রেললাইনের উপরে বসে মদ্যপান করার পর, সকাল ৭.১৫ মিনিট নাগাদ রেললাইন পেরোচ্ছিলেন তাঁরা। সেই সময় ১২৪৪৬ বিকানের-দিল্লি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে তিনজনেরই মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই ওই স্থানে পৌঁছয় আরপিএফ, জিআরপি এবং সিভিল পুলিশ। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পৃথক তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।