রাজ্যের দীশা নির্ধারণে চিন্তন শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ রাজ্যের দীশা নির্ধারণে চিন্তন শিবির হচ্ছে৷ আগামী ২ ও ৩ নভেম্বর এই শিবির অনুষ্ঠিত হবে৷ তাতে নীতি আয়োগের বিশেষজ্ঞরা অংশ নেবেন৷ রাজ্যের বিভিন্ন দপ্তরের তথ্য সংগ্রহ করবেন তাঁরা৷ কোন পথে এগুবে ত্রিপুরা, এই শিবিরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগামীদিনের দীশা নির্ধারণ করা হবে৷

জানা গেছে, শিক্ষা, বাণিজ্য, পরিবহন, পূর্ত, কৃষি, মৎস্য, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, পর্যটন, বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রযুক্তি এই দপ্তর গুলি ওই শিবিরে স্ব স্ব দপ্তরের তথ্য উপস্থাপন করবে৷ নীতি আয়োগের বিশেষজ্ঞরা ওই তথ্যগুলি নিয়ে আলোচনা করবেন৷ ত্রিপুরার অর্থনৈতিক পরিসংখ্যান নিয়েও আলোচনা হবে ওই শিবিরে৷ মূলত, আগামীদিনের নীতি নির্ধারণে এবং দীশা তৈরি করার জন্যই সমস্ত দপ্তরের তথ্যগুলি বিশ্লেষণ করবে নীতি আয়োগের বিশেষজ্ঞরা৷

জানা গেছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই শিবিরের উদ্বোধন করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *