![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/terroist-197x300.jpg)
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, শ্রীনগরের উপকণ্ঠে নওগামের ওয়াগুরা এলাকায় পাওয়ার গ্রিড স্টেশনের দায়িত্বে ছিলেন সিআইএসএফ-এর এএসআই রাজেশ কুমার| শুক্রবার মধ্যরাতে পাওয়ার গ্রিড স্টেশনের গার্ডপোস্টে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| গ্রেনেড ছোঁড়ার পাশাপাশি গুলিও চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| জঙ্গিদের অতর্কিত হামলায় গুরুতর জখম হন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউইরটি ফোর্স (সিআইএসএফ)-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রাজেশ কুমার| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন তাঁর মৃতু্য হয়| জঙ্গি হামলার পরই স্থানীয় পুলিশ, সেনবাহিনীর ৫০ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ জওয়ানরা ওই এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেন| যদিও, সন্ত্রাসবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি| শনিবার সিআইএসএফ-এর এএসআই রাজেশ কুমারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানানো হয়|