রাধানগর সিএনজি স্টেশনে গ্যাস নেই, রাস্তা অবরোধ অটো চালকদের, দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রাধানগর সিএনজি স্টেশনে গ্যাস না থাকায় রাস্তা অবরোধ করেছেন অটো চালকরা৷ রাস্তা অবরোধের ফলে ভিআইপি রোড দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল৷ ফলে যান চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে নিত্যযাত্রীদের৷ অটো চালকরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন অটো চালকরা৷ বেশ কিছুক্ষণ গ্যাস দেওয়ার পর গ্যাস দেওয়া বন্ধ করে দেয় রাধানগর সিএনজি স্টেশনের কর্তব্যরত কর্মীরা৷ এর ফলে বাকবিতন্ডা শুরু হয় অটোচালক এবং সিএনজি কর্মীদের মধ্যে৷ ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ শেষ পর্যন্ত ভিআইপি রোজ অবরোধ করে দেন অটো চালকরা৷ এতে উভয় দিক দিয়ে অন্যান্য গাড়িগুলি আটকে পড়ে৷ অটো চালকদের অভিযোগ, কেন তাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হল না যে রাধানগর সিএনজি স্টেশনে গ্যাস নেই৷ এদিকে, এই অবরোধের ফলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে৷ বিশেষ করে অফিস এবং সুকলের ছাত্রছাত্রীদের৷ জানা গেছে, দীর্ঘ আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় অটো চালকরা৷ অটো চালকদের অবরোধ প্রত্যাহারে স্বস্তি জনগণের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *