নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ পেশাগত যোগ্যতায় অর্র্থৎ বিএড কিংবা ডিএলএড একালীন ছাড়ের ক্ষেত্রে আইনী বিষয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক ছাড়পত্র দিয়েছে৷ ফলে, এককালীন ছাড়ের রাজ্যের আবেদন এখন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিবেচনাধীন৷
রাজ্যে শিক্ষক নিয়োগে পেশাগত যোগ্যতায় এককালীন ছাড় চেয়েছে রাজ্য সরকার৷ বিএড কিংবা ডিএলএড একালীন ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকার আবেদন জানিয়েছিল৷ বিষয়টি বিবেচনা করার আগে কেন্দ্রীয় আইন মন্ত্রকের মতামত জানতে চেয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ দীর্ঘদিন ধরে এই বিষয়টি আইনমন্ত্রকে ফাইল বন্দি ছিল৷ সম্প্রতি আইনমন্ত্রক বিভিন্ন দিক খতিয়ে দেখে রাজ্যের আবেদনে এককালীন ছাড়ে ছাড়পত্র দিয়েছে৷ এই বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী রতন লাল জানিয়েছেন, এককালীন ছাড়ের রাজ্যের আবেদন আইন মন্ত্রক থেকে ছাড়পত্র পেয়ে এখন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিবেচনাধীন৷
শিক্ষক নিয়োগে পেশাগত যোগ্যতা রাজ্যে বিরাট সমস্যার সৃষ্টি করছে৷ অনেকে শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা থাকা সত্বেও শিক্ষক নিয়োগের পরীক্ষায় উতীর্ণ হতে পারছেন না৷ ফলে, প্রায় ১১হাজার শিক্ষকের শূণ্যপদ থাকলেও তা পূরণ করা যাচ্ছে না৷ এরই মধ্যে চাকুরীচ্যুত ১০৩২৩ শিক্ষক মামলাটি সুপ্রিমকোর্টে শীঘ্রই নিস্পত্তি হবে বলে আশা করছে রাজ্য সরকার৷ এডহক ভিত্তিতে নিযুক্ত ওই ১০৩২৩ শিক্ষকদের চাকুরীর মেয়াদ বৃদ্ধির আবেদন সুপ্রিমকোর্টে খারিজ হয়ে গেলে রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা আরো বেড়ে যাবে৷
শিক্ষা দপ্তর সূত্রে খবর, এডহক ভিত্তিতে নিযুক্ত শিক্ষকদের চাকুরির মেয়াদ রাজ্যের আবেদন মেনে দুই বছর বৃদ্ধি করা হলে শিক্ষক স্বল্পতার জন্য সমস্যা হবে না৷ কারণ শিক্ষক নিয়োগে বছরে দুই বার পরীক্ষার আয়োজন করছে টিআরবিটি৷ চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে আরো একবার টেটএর আয়োজন করতে চলেছে টিআরবিটি৷ তেমনি আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে এসটিজিটি এবং এসটিপিজিটির পরীক্ষা নেওয়া হবে৷ শিক্ষা দপ্তরের জনৈক আধিকারীকের কথায়, বিএড এবং ডিএলএড কোর্সে রাজ্য সরকারের অর্থানুকূল্যে বেশ কয়েকজনকে বহিঃরাজ্যে পাঠানো হয়েছে৷ দুই বছরের মধ্যে তাদের কোর্স সমাপ্ত হবে৷ তাছাড়া, শিক্ষক নিয়োগে পেশাগত যোগ্যতায় ছাড় মিললে রাজ্যে শিক্ষক স্বল্পতা থাকবে না৷ ওই আধিকারীকের দাবি, গুণগত শিক্ষায় কোনও আপোষ করা হবে না৷ যাদের মেধা রয়েছে তাদেরকেই শিক্ষক পদে নিয়োগ করা হবে৷