শ্রীনগর, ২৫ অক্টোবর (হি.স.): নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলা| বারামুল্লা
জেলার খেরির, আথুরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী, গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে আথুরা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| শেষ পাওয়া খবর অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Encounter-300x300.jpg)
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার খেরির, আথুরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে আথুরা এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৫২ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা| উচিত জবাব ফিরিয়ে দেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও| এনকাউন্টার মৃত্যু হয় দু’জন সন্ত্রাসবাদীর| আপাতত গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী|