![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/10/Modi-Congress-300x169.jpg)
সিবিআই-এর গৃহযুদ্ধ সামাল দিতে বুধবারই সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা-সহ বেশ কয়েকজন অফিসারকে ছুটিতে পাঠানো হয়| মোদী সরকারের এহেন নজিরবিহীন সিদ্ধান্তের কারণে তুঙ্গে উঠেছে বিতর্ক| একযোগে সমালোচনায় সরব প্রতিটি রাজনৈতিক দল| জল গড়িয়েছে আদালতেও|