শবরীমালা মন্দির : আস্থা-আইনের লড়াই অব্যাহত

নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): কেরলের শবরীমালা মন্দিরে সমস্ত বয়সের মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আস্থা এবং আইনের লড়াই অব্যাহত| শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার প্রসঙ্গে এযাবত্ ১৯টি রিভিউ পিটিশন মুলতুবি রয়েছে সুপ্রিম কোর্টে| এমতাবস্থায় সোমবারই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, কেরলের শবরীমালা মন্দিরে ১০-৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশাধিকার নিয়ে ফ্রেশ পিটিশনের (রিট এবং রিভিউ) শুনানি নিয়ে বিবেচনা করা হবে মঙ্গলবার|

অন্যদিকে, উত্সবের মরশুমে আতসবাজি বিক্রি স্বাভাবিক ব্যাপার| কিন্তু, গোটা দেশজুড়ে আতসবাজি বিক্রয় নিষিদ্ধ করার জন্য বেশ কিছু পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে| এই ইস্যুতেও মঙ্গলবার রায় শোনাতে পারে সর্বোচ্চ আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *