রাবার বিকিকিনিকে কেন্দ্র করে শান্তিরবাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, টাকা পয়সা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ রাবার বিকিকিনিকে কেন্দ্র করে শান্তিরবাজার মহকুমার কাঁঠালছড়া এডিসি ভিলেজে ধুন্ধুমার কান্ড৷ মারধরের ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ রাবার পরিমাপ যন্ত্র ভাঙচুর সহ নগদ টাকা ছিনতাইয়েরও অভিযোগ উঠেছে৷

সংবাদে প্রকাশ, কাঁঠালছড়া এডিসি ভিলেজে দুই পক্ষের ক্রেতার মধ্যে এই সংঘর্ষ হয়েছে৷ দুই ক্রেতা একই মালিক থেকে রাবার ক্রয় করে বলে জানা যায়৷ এর মধ্যে একপক্ষ  শান্তিরবাজার মহকুমার অধীন লাউগাং এলাকার এবং অপর পক্ষ একই মহকুমার নগদা এলাকার ব্যবসায়ী৷ এই রাবার ক্রয়কে কেন্দ্র করে লাউগাংয়ের ব্যবসায়ী নগদার ব্যবসায়ী ও তার সঙ্গীদের মেরে আহত করে বলে অভিযোগ৷ শুধু মারধরই নয় রাবার পরিমাপের মেশিন ভেঙ্গে ফেলে এবং দেড় লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ নগদার ব্যবসায়ীর৷ রাবার পরিমাপের মেশিনটির বাজারমূল্য তের হাজার টাকা৷ এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে৷

প্রসঙ্গত, রাবার ব্যবসায়ও একাংশ মাফিয়ার অনুপ্রবেশ ঘটেছে৷ তারা বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের ভয় ভীতি প্রদর্শন করে স্থানীয় রাবার চাষীদের কাছ থেকে কম দামে রাবার ক্রয় করে বহিঃরাজ্যে চালান করে দিচ্ছে এবং অতি মুনাফা আয় করছে বলে অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *