আগরতলা, ২১ অক্টোবর (হি.স.) : দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শারদীয় দুর্গা পুজো। দুর্গা পূজাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার।
নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের প্রতিটি স্থানে লাগানো হয়েছিল সিসি ক্যামেরা। প্রতিটি ক্লাবের সামনে এবং রাস্তার চৌমাথায় এখনও রয়েছে টহলরত সাদা পোশাকের পুলিশ। এছাড়া টিএসআর বাহিনীও পাহারারত আছে এখনও।
দুর্গা পুজোর দিনগুলিতে শহর এবং শহরের আশপাশের এলাকাগুলিতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে কয়েকটি মহকুমায় দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। অবশ্য পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।
এ বছর পঞ্চমীর দিন থেকেই মানুষের ঢল ছিল। পঞ্চমীর দিন থেকে শহরের বিভিন্ন ক্লাবের প্যান্ডেলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেবল শহরের পুজো প্যান্ডেলই নয়, সব মহকুমার পুজো প্যান্ডেলগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যণীয়। দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় ভাসন ঘাটে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পূর্ণ কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে বিসর্জন শেষ হয়েছে। তবে এখনও শহরের বড় কয়েকটি ক্লাবের প্রতিমা বিসর্জন হয়নি। তবে লক্ষ্মীপূজার আগে সমস্ত ক্লাবের দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।