![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/10/CBI-295x300.jpg)
৬০টি প্রাণ কাড়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে ডিএমইউ ট্রেনের চালক অরবিন্দ কুমারের বিরুদ্ধে| রেল অবশ্য তাঁকে ক্লিনচিট দিয়েছে| একাধিক অভিযোগ সত্ত্বেও, চিঠি লিখে অরবিন্দ কুমার জানিয়েছেন, সবরকম চেষ্টা করেছিলাম, ট্রেনটিকে দাঁড় করানোর জন্য| তাঁর দাবি, একটানা হর্ন বাজানোর পাশাপাশি এমার্জেন্সি ব্রেকও কষেন|