অমৃতসর, ২২ অক্টোবর (হি.স.): ট্রেন চলাচল শুরু হয়েছে রবিবার বিকেল থেকেই। আপাতত স্বাভাবিক ছন্দে ট্রেন চলাচল করছে অমৃতসরের চৌরা
বাজার থেকে। সোমবার সকালেও অমৃতসরের চৌরা বাজার থেকে রওনা দিয়েছে আরও একটি ট্রেন। ঠিক এই স্থানেই গত ১৯ অক্টোবর ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল ৬০ জনের। এছাড়াও আহতের সংখ্যা ৫০-এরও বেশি।
বাজার থেকে। সোমবার সকালেও অমৃতসরের চৌরা বাজার থেকে রওনা দিয়েছে আরও একটি ট্রেন। ঠিক এই স্থানেই গত ১৯ অক্টোবর ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল ৬০ জনের। এছাড়াও আহতের সংখ্যা ৫০-এরও বেশি।এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও অমৃতসরের চৌরা বাজার এলাকায় এখনও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। রেললাইনের ধারে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর আনন্দের মুহূর্তে পরিণত হয়েছিল বিষাদে। দশেরা উপলক্ষ্যে আয়োজিত রাবন দহন দেখার সময় ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল ৬০ জনের। এছাড়াও আহতের সংখ্যা ৫০-এরও বেশি। আহতদের মধ্যে অনেকে প্রাণে বাঁচলেও, গোটা জীবন তাঁদের বিকলাঙ্গ হয়েই কাটবে। প্রশাসন সূত্রের খবর, ট্রেন দুর্ঘটনায় মৃত ৬০ জনের মধ্যে ১০ জনের বাড়ি উত্তর প্রদেশে।

