সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ফের কমল জ্বালানি তেলের দাম

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : সাধারণ মানুষদের স্বস্তি দিয়ে ফের কলম জ্বালানি তেলের দাম। রবিবার সকালে রাজধানী দিল্লিতে পেট্রোল দাম ২৫ পয়সা কমে দাঁড়িয়েছে ৮১টাকা ৭৪পয়সা প্রতি লিটার। ডিসেলের দাম ১৭ পয়সা কমে দাঁড়িয়েছে ৭৫টাকা ১৯পয়সা প্রতি লিটার।
বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম ২৫ পয়সা কমে হয়েছে ৮৭টাকা ২১ পয়সা প্রতি লিটার, ডিসেলের দাম ১৮ পয়সা কমে হয়েছে ৭৮টাকা ৮২ পয়সা। তামিলনাডুর চেন্নাইতে পেট্রোলের দাম ২৬ পয়সা কমে দাঁড়িয়েছে ৮৪ টাকা ৯৬ পয়সা প্রতি লিটার।
উল্লেখনীয় বিগত কয়েক মাস ধরে জ্বালানি তেলের দাম এক নাগাড়ে বেড়ে যায় নাজেহাল অবস্থা হয়ে পড়েছিল সাধারণ মানুষদের। শনিবারের পর রবিবারও জ্বালানি তেলের দাম কমার ফলে স্বস্তি নিশ্বাস ফেলল সাধারণ মানুষ। ৪ অক্টোবর অর্থমন্ত্রী অরুণ জেটলি জ্বালানি তেলের দাম ২টাকা ৫০পয়সা কমিয়ে দেওয়ার ঘোষণা করেন। জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধিকে নিয়ে কেন্দ্রীয় সরকারের নিন্দায় মুখর হয়েছিল বিরোধী দলগুলি অন্যদিকে কেন্দ্র জানিয়েছিল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *