নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ শারদোৎসবের দিনগুলিতে যাতে রাজ্যে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সীমান্ত এলাকাগুলিতে বিএসএফের কড়া নজরদারী ছিল৷ রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে ১৪৪ ধারাও বহাল রয়েছে৷ প্রাপ্ত খবরে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সন্দেহজনক চার বাংলাদেশী যুবককে আটক করা হয়েছে উত্তর ত্রিপুরার কৈলাসহরের মুর্তিপাড়া সীমান্ত এলাকা থেকে৷ রাতের অন্ধকারে তারা ভারত ভূখন্ডে ঢুকলে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাদের সন্দেহের বশে আটকান৷ ধৃতদের নামধাম জানতে চাইলে সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃপক্ষ এখনই তা জানাতে তাদের অক্ষমতা ব্যক্ত করেছেন৷ তবে জানিয়েছেন, ধৃত চার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
2018-10-21