হায়দরাবাদ, ২০ অক্টোবর (হি.স.) : তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর নিন্দায় মুখর হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী।
শনিবার তেলেঙ্গানার আদিলাবাদ জেলার ভাইনসায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘জাতীয়স্তরে নরেন্দ্র মোদী এবং রাজ্যস্তরে কে চন্দ্রশেখর রাও জনগণকে প্রতারিত করেছেন। জনগণকে দেওয়া কোনও প্রতিশ্রুতি তারা রাখেনি। তারা অসত্য কথা বলেছে। অনিল আম্বানি এবং বিজয় মাল্যের চৌকিদ্বার হচ্ছেন প্রধানমন্ত্রী। দুই কোটি চাকরির যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা রাখেননি প্রধানমন্ত্রী। তেলেঙ্গানার বিদায়ী মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী কৃষকদের কঠর পরিশ্রমকে কোনও মর্যাদা দেয়নি। ফলে কৃষকদের উন্নতিসাধন হয়নি। শুধুমাত্র ঋণের দায়ে জর্জরিত হয়ে এবং ফসলের ন্যা্য্য মূল্য না পাওয়ার জন্য তেলেঙ্গানয়ায় প্রায় ৪০০০ কৃষক আত্মহত্যা করেছে।