নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ নেশা অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের নেশা সামগ্রী উদ্ধার করেছে রেল পুলিশ।জানা গেছে, শনিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে একটি এক্সপ্রেস থেকে সন্দেহভাজন এক ব্যাগ উদ্ধার করে রেল পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ব্যাগ থেকে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু তথ্যাবলী পাওয়া গেছে।জানা গেছে, এই তথ্যাবলির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে আমতলি থানার পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে অশ্বিনী মার্কেট-সহ বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণের নেশা সামগ্রী উদ্ধার করেছে। এসডিপিও অজয়কুমার দাস জানিয়েছেন, এখনও এ ধরনের অভিযান জারি আছে। অন্যদিকে পশ্চিম থানা, বটতলা ফাঁড়ি, পূর্ব থানা নিয়মিত অভিযান চালিয়েছে। পুজোকে কেন্দ্র করে নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন থানাবাবুরা।
2018-10-15