নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ মহালয়ার পূণ্য প্রভাতে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানী আগরতলা থেকে শুরু করে রাজ্যের সর্বত্র৷
![](https://jagarantripura.com/wp-content/uploads/2018/10/Mahalaya-300x200.jpg)
এদিন সকালে আগরতলাায় লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের দিঘী সহ রাজ্যের প্রধান প্রধান নদীগুলিতে পিতৃপুরুষদের প্রতি তর্পণ করা হয়েছে৷ হাওড়া, গোমতী ইত্যাদি নদীর তীরেও হয় এদিন লোকসমাগম৷ পিতৃতর্পণ করা হয়েছে৷
অন্যদিকে, মহালয়ার পূণ্য প্রভাতে শহরের শতদল সংঘের তরফ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ শোভাযাত্রায় মহিষাসুর মর্দিনীর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে৷ প্রাতঃভ্রমণের একটি ঐতিহ্য রয়েছে এই মহালয়ায়৷ এদিন সকালে বিভিন্ন পথ, ঘাট, মাঠ সর্বত্রই লক্ষ্য করা গিয়েছে লোকসমাগম৷ তবে বাইক ও সুকটি চালকদের জন্য এদিন অনেকটাই উৎসবরে আনন্দে ভাটা পড়ে৷ যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর নজরদারী রাখা হয়েছিল৷ জানা গিয়েছে, এদিন শহর ও শহরতলীতে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে৷ অল্পবিস্তর আহত হয়েছেন অনেকেই৷ মহালয়ার মধ্য দিয়েই শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা৷ আর মাত্র সাতদিন বাকি আছে বাঙালীর সর্বশ্রেষ্ঠ উৎসব শারদোৎসব৷ ক্লাব ও উদ্যোক্তাদের মধ্যে চলছে চরম ব্যস্ততা৷