নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ সপ্তম বেতন কমিশন নিয়ে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে৷ ভার্মা কমিটির রিপোর্ট নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে৷ সূত্রের খবর, সপ্তম বেতন কমিশন নিয়ে ভার্মা কমিটির সুপারিশ হুবহু গ্রহণ করা উচিত নাকি এই রিপোর্ট নিয়ে পর্যালোচনা করা দরকার মন্ত্রিসভার বৈঠকে সেই বিষয়ে আলোচনা হবে৷ সূত্রের আরোও দাবি, ভার্মা কমিটির রিপোর্ট মঙ্গলবারই মন্ত্রিসভা গ্রহণ করে নিতে পারে৷ সেক্ষেত্রে দূর্গোৎসবের আগেই সপ্তম বেতন কমিশন চালু করা সম্ভাবনা দেখা দিয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, এখনই রাজ্যে সরকারি শিক্ষক কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ি সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয়৷ সেক্ষেত্রে ভার্মা কমিটির রিপোর্ট পর্যালোচনা করে আর্থিক অবস্থার সাথে সঙ্গতি রেখে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷
2018-10-09