আগরতলা, ৭ অক্টোবর, (হি.স.) : পাকিস্তানে নির্মিত পয়েন্ট ২২ রিভলভার-সহ মেলাঘর থানার পুলিশ রবিবার সকালে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম বিপ্লব গোপ।
স্থানীয় জনৈক সুব্রত সেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এই যুবককে আটক করেছে। জানা গেছে, ধৃত যুবকের কাছ থেকে বেশ কিছু নেশাসামগ্রীও উদ্ধার করেছে মেলাঘর থানার পুলিশ। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ধৃত যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে নানান অভিযোগ ছিল। সেই ভিত্তিতে আজ সকালে গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েচে। এর আগে ধর্মনগর থানার পুলিশ স্থানীয় একটি গেস্টহাউস থেকে অস্র ও তাজা কার্তুজ-সহ প্রাণজিৎ দাস নামের এক যুবককে গ্রেফতার করেছিল। ধর্মনগরে ধৃত প্রাণজিৎ দাসকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিপ্লব গোপকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ধর্মনগরের একটি গেস্টহাউস থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও তাজা কার্তুজ-সহ বিশালগড়ের বাসিন্দা প্রাণজিৎ দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। সে-ও দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারের সাথে যুক্ত ছিল। বহিঃরাজ্যের সাথে তার অস্ত্রের কারবার ছিল। যদিও এর আগে বহুবার তাকে ধরবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বার-বারই পুলিশের জাল গলিয়ে বেরিয়ে যেত। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করেছেন ধর্মনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে এসডিপিও জ্যোতিষ্মান দাসচৌধুরী। এর পর আজ রবিবার রাজ্য পুলিশের এই সাফল্য।
2018-10-08