শ্রীনগর, ৬ অক্টোবর (হি.স.) : জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল মিনিবাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৭। উদ্ধার কাজে সেনা জওয়ানদের নামানো হয়েছে। উদ্ধার হওয়া মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য হাসপালাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বানিহাল থেকে রামবামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। প্রায় ২০০ ফিট গভীরে পড়ে যায় সেটি। দুর্ঘটনার বিকট শব্দ শোনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। উদ্ধার কাছে নামানো হয় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী জওয়ানদের। মর্মান্তিক এই দুর্ঘনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসনিক আধিকারিকেরা। মিনি বাসটি যাত্রীবোঝাই ছিল।