ভোপাল, ৪ অক্টোবর (হি.স.) : কংগ্রেসের ভাগ্য অন্য কোনও রাজনৈতিক দলের উপর নির্ভরশীল নয়। জোট না হলেও কংগ্রেসের কোনও ক্ষতি হবে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন মধ্যপ্রদেশ কংগ্রেস সুপ্রিমো কমল নাথ।
আসন্ন মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী হয়ে কমল নাথ বলেন, রাজ্যের মানুষ শুধুমাত্র কংগ্রেসকেই ভোট দেবে। কমল নাথ দাবি করেছেন বসপাও চায় বিজেপিকে হটাতে। সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদবের সঙ্গেও জোট নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কমল নাথ বলেন, বসপা জোট ছেড়ে বেরিয়ে গেলেও কংগ্রেসের কোনও ক্ষতি হবে না। ২০১৩ সালে মায়াবতীর দল বসপা ৬.২৯শতাংশ ভোট পেয়েছিল। মায়াবতী ৫০টি আসন চাইছেন। কিন্তু সেই আসনগুলিতে বসপা ২০,০০০ ভোটও পায়নি।