তিরুবনন্তপুরম, ২ অক্টোবর (হি.স.): চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় বেহালাবাদক তথা সুরকার বালাভাস্কর। গত সপ্তাহে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের উপকণ্ঠে দুর্ঘটনার কবলে পড়ে বালাভাস্করের গাড়ি। ত্রিশূরের একটি মন্দির থেকে পুজো দিয়ে তাঁরা ফিরছিলেন, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে গাড়িটি। ওই দিনই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বালাভাস্করের দুই বছর বয়সি শিশুকন্যার। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন বালাভাস্কর,তাঁর স্ত্রী এবং গাড়ির চালক।
বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হল বালাভাস্করের। হাসপাতাল সূত্রের খবর, গভীর রাত একটা নাগাদ হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছে বালাভাস্করের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বালাভাস্করের স্ত্রী এবং গাড়ির চালক।