মহেশপুরের জঙ্গল থেকে শিশু কন্যার পচাগলা দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ সেপ্ঢেম্বর৷৷ কদমতলা থানার অন্তর্গত মহেশপুর চা বাগান এলাকার এক নির্জন জঙ্গল থেকে বৃহস্পতিবার এক শিশু কন্যার পচাগলা ক্ষতবিক্ষত লাশ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ কদমতলা পুলিশ উদ্ধারকৃত শিশুর মৃত দেহ ময়না তদন্তের পর এদিনই পরিবারবর্গের হাতে লাশ তুলে দিয়েছে৷ এব্যাপারে স্থানীয় থানায় একজনকে দায়ী করে এজাহার দাখিল করেছেন মৃত শিশু কন্যার বাবা৷ এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

প্রদত্ত এজাহারের ভিত্তিতে রুজু মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামলেও এ সংবাদ লেখা পর্যন্ত ধরপাকড়ের খবর নেই৷ মহেশপুর চাবাগানের বাঙ্গাজুম এলাকার মণ্ডপটিলার শ্রমিক শিবচরণ তাঁতি তাঁর এজাহারে লিখেছেন, গত রবিবার সকালবেলা তাঁর ছয় বছরের মেয়ে সুনীতা তাঁতি টেলিভিশন দেখবে বলে প্রতিবেশি জীবন  প্রকাশ পানিকার  বাড়িতে গিয়েছিল৷ সে ওই বাড়িতে যাওয়ার পর তিনিও বাগানের কাজে চলে যান৷ কাজ শেষে বিকেলে বাড়িতে এসে মেয়ে ঘরে না ফেরায় তিনি পড়শি জীবন প্রকাশকে তার  মেয়ে কোথায় জানতে চান৷ তখন পানিকা নাকি তাঁকে জানান, এদিন দুপুরে প্রতিবেশী জনৈক সঞ্জু তাঁতি  (২৮) নামের এক যুবক সুনীতাকে ডেকে নিয়ে গেছে৷ পরে তিনি সঞ্জুকে নিজের শিশু কন্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে কোনও সদুত্তর দেয়নি৷ এরপর নিরুপায় হয়ে শিবচরণ তাঁতি মেয়েকে সম্ভাব্য নানা স্থানে খোঁজখবর করে ব্যর্থ হন৷ অবশেষে বাধ্য হয়ে বুধবার থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেন৷

এদিকে বৃহস্পতিবার দুপুরে গ্রামের অন্য প্রান্তে বাপ্পন তাঁতির বাড়ির পুকুর পাড়ে এক জঙ্গলে এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধারের খবর চাউর হলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ মৃতদেহ উদ্ধারের পর শিবচরণ তাঁতি মৃতদেহটি তাঁর শিশু কন্যার  বলে শনাক্ত করে৷ এরপর এ ঘটনার সঙ্গে পড়শি সঞ্জু তাঁতিকে দায়ী করে ফের একটি অভিযোগ দায়ের করেন বাবা শিবচরণ৷ তাঁর ধারণা অবুঝ শিশু কন্যাকে বৈকুণ্ট তাঁতির ছেলে  সঞ্জু তাঁতি ফুঁসলিয়ে অপহরণ করে তার ওপর যৌন লালসা চরিতার্থ করেছে৷ এরপর ঠাণ্ডা মাথায় তাকে খুন করে জঙ্গলে ফেলে দেয়৷ এই ঘটনায় অভিযুক্ত সঞ্জু তাঁতিকে পুলিশ ধর্মনগর থেকে গ্রেপ্তার করেছে৷ কিন্তু, এলাকার মানুষের ক্রোধের কারণে তাকে আড়ালে রেখেছে পুলিশ৷ যে কোন সময় পরিস্থিতি অগ্ণিগর্ভ হয়ে উঠতে পারে আশঙ্কা পুলিশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *