নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় শিক্ষাব্যবস্থাকে নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার দিতে হবে। শনিবার রাজধানী দিল্লিতে শিক্ষাবিদদের সঙ্গে এক আলাপচারিতায় এমনই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী বলেন, ভারতীয় শিক্ষাব্যবস্থাকে নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার দিতে হবে। শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার মানুষদের বক্তব্যও আমাদের শোনা দরকার। দেশের কৌশলগত সম্পদের ক্ষেত্রে শিক্ষাব্যবস্থাকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। বর্তমানে দেশের শিক্ষাবিদরা চাপে রয়েছে। তাদেরকে হুমকির মুখেও পড়তে হচ্ছে। কোনও বিশেষ আদর্শকে ভারতীয় শিক্ষাব্যবস্থার উপর জোর করে চাপিয়ে দেওয়া প্রবণতা দেখা যাচ্ছে। কয়েক শো কোটির দেশ কেবল মাত্র একটিমাত্র ধারণা দিয়ে চলতে পারে না।
রাহুল গান্ধী আরও বলেন, মোদীজি যখন ক্ষমতায় আসেন তখন এসপিজি-র মাথায় যে অফিসারকে বসানো হয়েছিল কিছু পরে সেই আমাকে বলেছিল যে এসপিজি থেকে সে বিদায় নিচ্ছে। রাহুল গান্ধী দাবি করেন, জনৈক এসপিজি আধিকারিকের কাছে আরএসএস ঘনিষ্ঠ অফিসারদের নিযুক্ত করার জন্য তার কাছে তালিকা দেওয়া হয়েছিল। যা তিনি খারিজ করে দিয়েছিলেন। সমস্ত সংগঠনগুলির মধ্যেই আরএসএস থাবা বসাতে চাইছে বলে জানান রাহুল গান্ধী। আরএসএস-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘মোহন ভাগবত বলছেন তিনি গোটা দেশকে গঠন করবে। তিনি কে যে দেশগঠন করবে। দেশ নিজে থেকেই নিজের মতো করে গড়ে উঠবে।