চণ্ডীগড়, ২২ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি নির্বাচনে এখনও পর্যন্ত কংগ্রেসেরই জয়জয়কার| নির্বাচন কমিশন সূত্রের খবর, শাসক দল কংগ্রেস এখনও পর্যন্ত অধিকাংশ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি আসনে এগিয়ে রয়েছে| পাটিয়ালায় ৪৩টি পঞ্চায়েত সমিতি আসনে জয়ী হয়েছে কংগ্রেস এবং শিরোমণি অকালি দল পঞ্চায়েত সমিতির চারটি আসনে জয়ী হয়েছে|
নির্বাচন কমিশন সূত্রের খবর, পঞ্চায়েত সমিতির ১৯৯টি আসনের মধ্যে ৪৫টি আসনে বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হয়েছেন প্রার্থীরা| এখনও পর্যন্ত ৩২ আসনে ফলাফল ঘোষণা হয়েছে, তার মধ্যে ২৪টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস এবং শিরোমণি অকালি দল সাতটি আসনে জয়ী হয়েছে| বিজেপি জয়ী হয়েছে একটি আসনে| অমৃতসর (পঞ্চায়েত সমিতি) : ১৬টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে| তার মধ্যে ১২টি আসনে জয়ী কংগ্রেস এবং ৪টি আসনে জয়ী শিরোমণি অকালি দল| পাটিয়ালা (পঞ্চায়েত সমিতি) : ৪৩টি পঞ্চায়েত সমিতি আসনে জয়ী হয়েছে কংগ্রেস এবং শিরোমণি অকালি দল পঞ্চায়েত সমিতির চারটি আসনে জয়ী হয়েছে| ভাটিণ্ডা (পঞ্চায়েত সমিতি) : ১০টি আসনে ফলাফল ঘোষণা হয়েছে, কংগ্রেস জয়ী সাতটি আসনে, শিরোমণি অকালি দল জয়ী হয়েছে দু’টি আসনে|