নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): মধ্যবিত্তের জন্য সুখবর| পাবলিক প্রফিডেন্ট ফান্ড (পিপিএফ)-সহ একাধিক সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার| শারোদত্সব-সহ বিভিন্ন উত্সবের মরশুমের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশি দেশবাসী| বৃহস্পতিবার স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ ০.৪ শতাংশ বাড়াল কেন্দ্র| তার ফলে পাবলিক প্রফিডেন্ট ফান্ড (পিপিএফ),ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), কিষাণ বিকাশ পত্র (কেভিপি) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের মতো প্রকল্পের সুদের হার খানিকটা বাড়ল|
অর্থমন্ত্রক সূত্রের খবর, ২০১৮-১৯ অর্থবর্ষের থার্ড কোয়ার্টারে অর্থাত্ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর এই ত্রৈমাসিক সময়সীমায় স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.৪ শতাংশ বাড়ানো হচ্ছে|অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এ বার পাবলিক প্রফিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ সুদের হার ৭.৬ শতাংশ বেড়ে হল ৮ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-এ ৭.৬ শতাংশ থেকে বেড়ে হল ৮ শতাংশ, কিষাণ বিকাশ পত্র (কেভিপি)-র সুদের হার ৭.৩ শতাংশ থেকে বেড়ে হল ৭.৭ শতাংশ এবং মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের সুদের হার খানিকটা বেড়ে হল ৮.৫ শতাংশ| এর আগে ‘কিষাণ বিকাশ পত্র’ আগে ম্যাচিওর হতো ১১৮ মাসে| এখন তা ম্যাচিওর হবে ১১২ মাসে| তিন বছরের টার্ম ডিপোজিটে সুদের হার বাড়ছে ০.৩ শতাংশ|পাঁচ বছরের টার্ম ডিপোজিট, রেকারিং ও সিনিয়র সিটিজেন সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সুদের হার যথাক্রমে বেড়ে হচ্ছে ৭.৮, ৭.৩ ও ৮.৭ শতাংশ|