নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাস| এমনকি ধর্ষণেরও অভিযোগ| এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) রমেশ দাহিয়া-র বিরুদ্ধে| শুধুমাত্র সহবাস ও ধর্ষণ নয়, নির্যাতিতা মহিলার নাবালিকা কন্যাকে নিগ্রহ এবং তাঁর পুত্র সন্তানকে অপহরণেরও অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) রমেশ দাহিয়া-র বিরুদ্ধে| অজ্ঞাত পরিচয় ওই মহিলার অভিযোগের ভিত্তিতে এসিপি রমেশ দাহিয়া-র বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ|
দিল্লি পুলিশ সূত্রের খবর, গত আগস্ট মাসে প্রাথমিকভাবে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা| মহিলা আরও অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন দিল্লি পুলিশের এসিপি রমেশ দাহিয়া| এমনকি নির্যাতিতা মহিলার নাবালিকা কন্যাকে কটূক্তি ও নিগ্রহ এবং তাঁর পুত্র সন্তানকে অপহরণেরও অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি) রমেশ দাহিয়া-র বিরুদ্ধে| পুলিশ কর্তার বিরুদ্ধে দায়ের হওয়া চাঞ্চল্যকর এই সমস্ত অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ|