
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিক্ষোভ প্রদর্শন করা হয়| বিজওয়াড়ার বিক্ষোভ দেখান সিপিআই এবং সিপিএম কর্মীরা| আবারও কর্ণাটকের কালাৱুর্গিতে দিনের মতো বন্ধ রাখা হয় উত্তর-পূর্বাঞ্চলীয় কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনইকেআরটিসি)-এর বাস পরিষেবা| হায়দরাবাদে ‘ভারত বনধ’-এর সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা-কর্মীরা| সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশজুড়ে ‘ভারত বনধ’-এর ভালোই প্রভাব পড়েছে|
বিহারের রাজধানী পাটনার রাজেন্দ্র নগর টার্মিনাল রেলওয়ে স্টেশনের কাছে বনধের সমর্থনে রেল অবরোধ করেন জন অধিকার পার্টি লোকতান্ত্রিক কর্মীরা| পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে মোটরবাইক কাঁধে তুলে বিক্ষোভ দেখান লোকতান্ত্রিক জনতা দল কর্মীরা| পাশাপাশি পাটনায় গাড়িতে ভাঙচুর চালান জন অধিকার পার্টির কর্মীরা| কংগ্রেস-সহ বিরোধীদের ডাকা ‘ভারত বনধ’-এর প্রেক্ষিতে রাজস্থানের রাজধানী জয়পুরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| পুলিশের তরফে জানানো হয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| অবরোধের নামে হিংসা ছড়ালেই কড়া পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ|’ জয়পুরের পাশাপাশি মহারাষ্ট্রের পুণেতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| পুণে শহরের কমিশনার অফ পুলিশ ড. ভি কে টুইট করে জানিয়েছেন, ‘শহর জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে|’ আবার মুম্বইয়ের শহরতলি আন্ধেরিতে ‘রেল রোকো’ প্রতিবাদ শুরু করেন কংগ্রেস কর্মীরা| কংগ্রেসের ডাকা ‘ভারত বনধ’ সমর্থন জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)| সোমবার মুম্বইয়ে জোরপূর্বক দোকান বন্ধ করে এমএমএস কর্মীরা|
‘ভারত বনধ’-এর সমর্থনে দিল্লিতে সকাল সকাল মিছিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রতিবাদে সামিল হন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং-সহ কংগ্রেস নেতৃত্ব| সোমবার সকালে রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেস| রাজ্য কংগ্রেসের নেতৃত্বে সর্বদলীয় ধর্নায় অংশ নেন শরদ পওয়ার, শরদ যাদব, সুখেন্দু শেখর রায়, তারিক আনোয়ার ও জয়ন্ত চৌধুরীরা| ‘ভারত বনধ’ প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘নরেন্দ্র মোদীজী এখন চুপ করে আছেন| জ্বালানির মূল্যবৃদ্ধি অথবা কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে তিনি একটি কথাও বলছেন না|’