‘অজেয় ভারত, অটল বিজেপি’ স্লোগান তুলে বিরোধীদের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপির দুদিনের জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য ‘অজেয় ভারত, অটল বিজেপি’ স্লোগান তুলে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী জোটের নামে যা হচ্ছে তাতে না নীতি আছে না নেতা।
শনিবার দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে শুরু হওয়া ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র দুই দিনের জাতীয় কার্যকরী সমিতির বৈঠক শেষ হল রবিবার | বৈঠকের শেষ দিনে বক্তব্য রাখেন প্রথাধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বৈঠকের সমাপ্তি ভাষণে বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | প্রধানমন্ত্রী এদিন বলেন, বিরোধী জোটের নামে যা ভ্রস্থাচার হচ্ছে | এই মহাজোটের কে নেতৃত্ব দেবেন তার ঠিক নেই, তাদের আদর্শ অস্পষ্ট এবং লক্ষ দুর্নীতিগ্রস্ত । এক সময় যারা একে অপরের মুখ দেখতে রাজি ছিল না এখন তাদের গলায় গলায় ব্ন্ধুত্ব | এর পাশাপাশি কংগ্রেসকেও সমালোচনা করতে ছাড়েননি তিনি। তাঁর মতে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস তেমন কোনও ভুমিকা পালন করতে পারবে না। মহাজোটের নেতৃত্বের দায়িত্ব নিতে এগিয়ে আসতে চাইছেন না কেউই।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সামনে কোনও চ্যালেঞ্জ নেই। যারা সরকার গড়তে ব্যর্থ হয়েছেন তারা বিরোধী হিসেবেও ব্যর্থ হয়েছেন।” তিনি আরও বলেছেন ‘বিজেপির ৪৮ মাস কংগ্রেসের ৪৮ বছরের তুলনায় অনেক ভালো’।” আমাদের নীতি ও আদর্শ রয়েছে। নীতি প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে থাকে কিন্তু আদর্শ একই থেকে যায়’। তিনি বলেন, বিজেপিতে কেউ পদের জন্য কাজ করে না । একই সঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধাঞ্জলি দেন মোদী। বলেন, ভারতের আকাশ থেকে অটল-সূর্য অস্ত গিয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণে রেখে আসন্ন নির্বাচনে বিজেপির স্লোগানও ঘোষণা করেছেন তিনি। মোদী জানিয়েছে, ‘অজেয় ভারত, অটল বিজেপি’ এই স্লোগান সামনে নিয়ে ২০১৯-এ মাঠে নামবে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *