
স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ৬.৬ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তরাঞ্চলীয় আইল্যান্ড হোক্কাইডোর। ভূমিকম্পের তীব্রতায় মাটিতে ধস নামে, কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন মানুষজন। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রশাসন সূত্রের খবর, শক্তিশালী ভূমিকম্পে এযাবৎ ৯ জনের মৃত্যু হয়েছে। জোর তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এখনও নিখোঁজ প্রায় ৪০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে অন্ততপক্ষে ৩০০ জনের।