বেআইনি ভাবে জারি অটোর পারমিট বৈধ করার চেষ্টা চলছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ জমানা বদলালেও জালিয়াতি বন্ধ হয়নি৷ বাম জমানায় অনুমোদন ছাড়াই প্রায় ১৮০টি অটোর পারমিট ইস্যু করেছিল পরিবহন দপ্তর৷ এখন তা বৈধ করার জোর চেষ্টা চলছে৷ সূত্রের খবর, আগামী ১০ সেপ্ঢেম্বর পরিবহন দপ্তরের স্টেট ট্রান্সপোর্ট অথরিটির বৈঠকে ওই অটোর গুলির পারমিটের অনুমোদন দেওয়া হবে বলে সমস্ত প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে৷ সূত্রের দাবি, পূর্বতন সরকারের আমলে প্রতিটি পারমিটের জন্য দুই থেকে  আড়াই লক্ষ টাকা  নেওয়া হয়েছিল৷ ফলে, এখন ওই অটো গুলির পারমিট বৈধ করার আপ্রাণ চেষ্টা চলছে৷

সূত্র অনুসারে জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে বোর্ডের অনুমোদন ছাড়াই প্রায় ১৮০টি অটোর পারমিট সরাসরি বাজাজ কম্পানিকে দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক অটো রাস্তায় চলাচলের জন্য পেয়ে যান অটোর চালকরা৷ কিন্তু এখন পারমিটের অনুমোদন ছাড়া অটো গুলির স্থায়ী রেজিস্ট্রেশন দেওয়া সম্ভব হচ্ছে না৷ ফলে, ওই অটোগুলির পারমিটের বৈধ অনুমোদন আদায়ের চেষ্টা চলছে৷ এরই মাঝে বোর্ডের চেয়ারম্যানকেও ম্যানেজ করে ফেলেছেন জালিয়াতির সাথে যুক্ত পরিবহন দপ্তরের আধিকারিকরা৷ সূত্রের দাবি, এখন পরিবহন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা অনেকেই এই জালিয়াতির সাথে নিজেদের জড়াতে চাইছেন না৷ তবুও, আগামী ১০ সেপ্ঢেম্বর ওই অটো গুলির পারমিটের বৈধ অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে৷