জয়পুর, ৪ সেপ্টেম্বর (হি.স.) : জমি কেলেঙ্কারি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভাদরার বিরুদ্ধে। পাশাপাশি অভিযুক্ত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা। গোটা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে চিহ্নিত করেছেন ভূপেন্দ্র সিং হুডা।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, কোনও কেলেঙ্কারি নেই। রাজনৈতিক আক্রোশ থেকেই এই কাজ করা হয়েছে। আমাদের সময় কোনও অন্যায় কাজ হয়নি। বিজেপি সরকার হতাশায় ভুগছে। তাই এরকম পদক্ষেপ গ্রহণ করেছে। এফআইআর দায়ের করা মানে এই নয় আমি অভিযুক্ত। অভিযোগ একজন ব্যক্তি দায়ের করেছে। আমার বিরুদ্ধে এফআইআর দায়ের মানে এই নিয়ে আমি অভিযুক্ত। বিষয়টি মধ্যে কোনও সারবত্তা নেই। নিজেদের ব্যর্থতা থেকে জনগণের নজর ঘোড়াতে এমন পদক্ষেপ গ্রহণ করেছেন।
উল্লেখনীয় ভূপেন্দ্র সিং হুডা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে গুরুগ্রামের বিভিন্ন জায়গায় জমি কেনে পরে তা অনেক বেশি দামে বিক্রি করে। তা নিয়ে তৈরি হয় বিতর্ক। হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী মনোহার খট্টর জানিয়েছিলেন কাউকে রেয়াত করা হবে না, আইন আইনের পথে চলবে।