নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : আর কয়েকদিন পড়েই ছত্তিশগড়ে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য ‘সুগম ইলেকশন অ্যাক্সেসিবিলিটি অবর্জাভর’ পদ তৈরি করল জাতীয় নির্বাচন কমিশন।
শনিবার জাতীয় মুখ্যনির্বাচন আধিকারিক ও পি রাওয়াত বলেন, দেশের মধ্যে এই প্রথমবার ‘সুগম ইলেকশন অ্যাক্সেসিবিলিটি অবর্জাভর’ নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। নির্বচন প্রক্রিয়া আরও বেশি সহজতর করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা হবে। তালিকায় তাদের নামও নথিভুক্ত করা হবে। উল্লেখনীয় ৯১ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় আর কয়েকদিন পরেই মেয়াদ পূর্ণ করবে। তারপরই শুরু হবে বিধানসভা নির্বাচন। বর্তমানে বিজেপি ক্ষমতায় রয়েছে। রাজ্যের প্রধান বিরোধীদল কংগ্রেস। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে দৃঢ় প্রতিজ্ঞ জাতীয় নির্বাচন কমিশন।
অন্যদিকে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে জাতীয় রাজনীতিতে জোর বিতর্ক হচ্ছে। সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করেছে ‘ল কমিশন। এই প্রসঙ্গে মুখ্যনির্বাচন আধিকারিক ও পি রাওয়াত বলেন, ‘ল কমিশন সম্প্রতি এই নিয়ে রিপোর্ট জমা দিয়েছে। ২০১৫ সাল থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়ে আরও বেশি আলোচনা হওয়া প্রয়োজন এবং ভাল।