
উত্তর লন্ডনের বাসিন্দা নাইমুরকে আগেই দোষী সাব্যস্ত করেছিল লন্ডনের ওল্ড বেইলে আদালত। শুক্রবার তাকে সাজা শোনান বিচারক। ব্রিটেনের আইন অনুসারে ৩০ বছর জেলে থাকতে হবে নাইমুরকে। ব্রিটেনের সন্ত্রাসবাদ বিরোধী দফতরের জাতীয় সমন্বয়ক ডিন হেইডন জানিয়েছেন, ‘নাইমুরের লক্ষ্য ছিলেন খোদ প্রধানমন্ত্রী। এমনকী তাঁকে হত্যা করতে দরকারে তাঁর দফতরের সামনে থাকা সাধারণ মানুষকে হত্যা করার পরিকল্পনা করেছিল সে।’ ডিন জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী হত্যা করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরির পরিকল্পনাও ছিল তার।’ তদন্তকারীদের দাবি,’অনলাইনে আইএস জঙ্গির ভেক ধরে নাইমুর চিহ্নিত করেন তাঁরা। ব্রিটেনের এমআই ও মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের গোয়েন্দারা একযোগে নাইমুরের সামনে অনলাইনে নিজেদের আইএস জঙ্গি বলে দাবি করেন। এর পরই তাদের সঙ্গে হাত মিলিয়ে থেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্র করা শুরু করে ওই যুবক।’