শিক্ষক নিয়োগে সন্দেহজনক সার্টিফিকেটধারীদের পুন: যাচাই আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে চাকুরীতে জাল সার্টিফিকেট ধারীদের কাগজপত্র পুনরায় খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর৷ শুক্রবার তাদের সমস্ত কাজগপত্র নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে৷ সম্প্রতি টিআরবিটি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিলো৷ তাতে যারা উত্তির্ণ হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের জাল সার্টিফিকেট রয়েছে বলে অভিযোগ উঠেছিলো৷ তাই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছিলো শিক্ষা দপ্তর৷ উত্তীর্ণ চাকুরী প্রত্যাশিদের অফারও দেওয়া হয়েছে৷ কিন্তু, অভিযোগ উঠায় কাউকেই পোস্টিং দেওয়া হয়নি৷ নিয়মানুযায়ি তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়৷ ইতিমধ্যে দুই মাস অতিক্রান্ত হয়েছে৷ এই অভিযোগের জেড়ে সম্প্রতি টিআরবিটি টেট পরীক্ষা বাতিল করেছে৷ ফলে, জাল সার্টিফিকেটের অভিযোগকে ঘিরে শিক্ষক নিয়োগের সমস্ত প্রক্রিয়া থমকে রয়েছে৷

সম্প্রতি, শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে প্রত্যাশিদের সার্টিফিকেট পুনরায় খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে৷ ওই কমিটি সমস্ত অভিযোগের তদন্ত করেছে৷ শিক্ষা দপ্তর এক নির্দেশ জারি করে সন্দেহজনক চাকুরী প্রত্যাশিদের সমস্ত কাগজপত্র নিয়ে পুনরায় ভেরিফিকেশনের জন্য বলেছে৷ শিক্ষা দপ্তরের নির্দেশ নামায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কসীট, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির সার্টিফিটেক, মাইগ্রেশান সার্টিফিকেট, এনওসি এবং শিক্ষকতার অভিজ্ঞতার প্রমাণপত্র ও বিএডের সার্টিফিকেট সমস্ত কিছু অরিজিন্যাল সহ ভেরিফিকেশনে হাজির হতে উল্লেখ করেছে৷

ইতিপূর্বে শিক্ষামন্ত্রী বলেছিলেন, জাল সার্টিফিকেটধারী স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে তার বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না৷ শিক্ষাদপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল ভেরিফিকেশনে জাল সার্টিফিকেটধারী উপস্থিত না হলে তার বিরুদ্ধেও কোনও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না৷ কিন্তু, ভেরিফিকেশনে জাল ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা দপ্তর৷

সূত্রের খবর, শুধু কাগজপত্র দেখালেই সন্তুষ্ট হবে না শিক্ষা দপ্তর৷ তাদের বিভিন্ন প্রশ্ণের জবাবও দিতে হবে৷ এক্ষেত্রে কাগজপত্র কিভাবে এবং কোথা থেকে সংগ্রহ হয়েছে তারও প্রমাণ চাওয়া হবে৷ ফলে, আগামীকাল ভেরিফিকেশনে সন্দেহভাজন সার্টিফিকেটধারীরা কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন বলে ধারনা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *