নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগষ্ট৷৷ রাজ্যে এনআরসি চালু করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ত্রিপুরা পিপলস ফ্রন্ট পার্টির সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া৷ ইন্দিরা- মুজিব চুক্তিকে ভিত্তি করে রাজ্যে এনআরসি চালু হোক সুপ্রিম কোর্টে এই আবেদন জানিয়েছেন তিনি৷
এদিকে, আইএনপিটিও এনআরসি চালু করার দাবীতে বর্তমানে দিল্লীতে অবস্থান করছে৷ তারাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে ইতিপূর্বে জানিয়েছিলেন৷ তবে, আইএনপিটি ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে রাজ্যে এনআরসি চালু হোক তা চাইছে৷
এদিকে, সম্প্রতি এক জনসভায় প্রদ্যুৎ কিশোর দেববর্মনও এনআরসির পক্ষে সওয়াল করেছেন৷ তিনিও চাইছেন রাজ্যে এনআরসি চালু হোক৷ ফলে, এনআরসি ইস্যুতে আগামীদিনে রাজ্যের পরিস্থিতি আরও জটিল হবে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, বিজেপি এনআরসি নিয়ে কোন কথা না বললেও জোট শরিক আইপিএফটিও চাইছে রাজ্যে এনআরসি চালু হোক৷
