নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ বিজেপি শাসনে ত্রিপুরার পরিস্থিতির খতিয়ান প্রকাশ করে দেশজুড়ে আন্দোলনে যাওয়ার কর্মসূচি গ্রহণের কথা জানালেন সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷ ক্ষমতাচ্যুতির পাঁচ মাস পর পার্টি বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের সাথে রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারকে একই স্থানে বসিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন৷
তিনি বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় আসার পর তা পূরণ করেনি৷ উপরন্ত উল্টো কাজ করছে৷ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন৷ বৃন্দা বলেন,বর্তমানে রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সে দিকে দিয়ে মহিলাদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে৷ নারীকে আরও শক্তিশালী হতে হবে৷ তাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে৷ সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত বলেন, রাজ্যের নারীর নিরাপত্তা নেই রাজ্য সরকার যাতে অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয় সেই দাবিও করেন সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷ এদিকে, সাাজ্ঝর ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডাকে মঙ্গলবার সকাল ১১টা থেকে প্যারাডাইস চৌমুহনিতে তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়৷ এই গণ অবস্থানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷
এদিকে, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডাকে মঙ্গলবার সকাল ১১টা থেকে প্যারাডাইস চৌমুহনীতে তিন ঘন্টার গণবস্থান সংগঠিত হয়েছে৷ এই গণবস্থানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷ গণবস্থানে মূল কারণ চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং মহিলাদের সংঘবদ্ধ করা৷ রাজ্যে গণতান্ত্রিক আবহ ফিরিয়ে আনা, নারী নির্যাতনের প্রতিবাদ সকলের জন্য কাজ ও খাদ্যের দাবিতে আদকের গণআন্দোলন সংগঠিত করা হয়৷ গত বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যে সিপিআইএম তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে৷ অঞ্চল সম্মেলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি জায়গায় আন্দোলন শুরু হয়েছে৷ এদিন, সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত গণবস্থানে ভাষণ দিতে বলেন, নারীদের আরও শক্তিশালী হতে হবে৷ তাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে৷ রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে৷
তিনি বলেন, বর্তমানে রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সে দিক দিয়ে মহিলাদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে৷ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার হুমকির মুখে এসে ঠেকেছে৷ এক্ষেত্রে মহিলাদেরই মুখ্য ভূমিকা নিতে হবে৷ প্রসঙ্গত, বামেদের ক্ষমতাচ্যুতির পর বৃন্দা কারাতের এটাই প্রথম সফর৷ সোমবার বিকেলেই তিনি রাজ্যে এসে পৌঁছেছেন৷

