আগরতলায় চালু প্রিপেইড ট্যাক্সি ও অটো পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট৷৷রবিবার থেকে চালু হল রাজ্যে প্রিপেইড ট্যাক্সি এবং অটো পরিষেবা। এই ট্যাক্সি এবং অটো চলাচলে উদ্যোগ নিয়েছে জুগনো নামক একটি সংস্থা।

রবিবার সন্ধ্যায় টাউন হলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পরিষেবা চালু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী প্রাণজিৎ সিংহরায়, সরকারি আধিকারিক-সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, প্রথম অবস্থায় এই সংস্থাটি আগরতলায় ক্যাব ও অটো পরিষেবা দেবে। পরবর্তী সময়ে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জায়গায় এই পরিষেবা দেওয়া হবে। জানান সংস্থার ইস্টার্ন ইন্ডিয়ার আধিকারিক তমাল সাহা।

প্রসঙ্গত পরিবহণমন্ত্রী প্রাণজিৎ সিংরায় আগেই জানিয়েছিলেন, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের যাতায়তের উপর অধিক গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। আর এর জন্য এয়ারপোর্ট এবং রেল স্টেশনে প্রিপেইড ট্যাক্সি কাউন্টার খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ইস্টার্ন ইন্ডিয়ার আধিকারিক তমাল সাহা আরও জানান, প্রথম অবস্থায় এই ক্যাব পরিষেবা এয়ারপোর্ট, হাপানিয়া, ডনবসকো, খয়েরপুর, আখাউড়া স্থলবন্দর পর্যন্ত দেওয়া হবে। তারপর আস্তে আস্তে রেন্টাল ব্যবস্থায় সারা রাজ্যে ক্যাব পরিষেবা চালু করা হবে।

তিনি জানান, প্রথম অবস্থায় ১০০টি ক্যাব এবং ১০০টি অটো পথে নামছে। সবগুলি হবে সিএনসিজি চালিত। সব ক্যাবেই থাকবে এসি ব্যবস্থা। তিনি জানান, ট্যাক্সির জন্য ন্যূনতম ভাড়া হবে ৫০ টাকা এবং অটোর জন্য ন্যূনতম ভাড়া ২০ টাকা। মোবাইলে আ্যাপটি ডাউনলোড করে অ্যাপের সাহায্যে ট্যাক্সি বা অটো বুকিং করা যাবে সে ক্ষেত্রে আপনি কোথায় আছেন সেই নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি বা অটো পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *