নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ণ আজও পূরণ হয়নি৷ রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে একথা জানালেন

কাপ্তান সিং সোলাঙ্কি৷ তিনি, জানান যে স্বপ্ণ দেখেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা তা যথাযথভাবে পূরণ করা যায়নি৷ তিনি বলেন দেশের সংবিধানকে রক্ষা করার সাথে সাথে রাজ্যের কল্যাণেও কাজ করে যাবেন তিনি৷
ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি আজ বিকালে পুরাতন রাজভবনের দরবার হলে শপথ নিয়েছেন৷ রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান ত্রিপুরার হাইকোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী৷ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, মেবার কুমার জমাতিয়া, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী রায়, বিধানসভার সদস্যগণ, এডভোকেট জেনারেল অরুণ ভৌমিক, মুখ্যসচিব সঞ্জিব রঞ্জন সহ রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকগণ এবং রাজ্যপালের পরিবারের সদস্যবর্গ৷ শপথের পর রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কির সাথে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মন্ত্রিসভার সদস্য ও বিধানসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন৷ পরে পুরাতন রাজভবনে আরক্ষা বাহিনীর পক্ষ থেকে রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কিকে রাষ্ট্রীয় অভিবাদন জানানো হয়৷ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজ্যপালের কাজ আমাদের দেশের যে পবিত্র সংবিধান রয়েছ তাকে রক্ষা করা৷ তিনি বলেন, দেশের সংবিধানকে সর্বদা রক্ষা করার সাথে সাথে রাজ্যের কল্যাণেও কাজ করে যাবেন৷
এদিকে, আজ সকালের বিমানে নবনিযুক্ত রাজ্যপাল রাজ্যে এসে নতুন রাজভবনে পদার্পণ করার সাথে সাথে টিএসআর এর পক্ষ থেকে তাঁকে অভিবাদন জানানো হয়৷ এখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ ও বিশিষ্ট জনেরা৷ অভিবাদ গ্রহণের পর নবনিযুক্ত রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ণ ছিল বিশ্বে আাদের শ্রেষ্ঠ আসন নেবে৷ তাঁদের এই স্বপ্ণ আজও পূরণ হয়নি৷ বর্তমান দেশের সরকার এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে কাজ করছে৷ তিনি আশা ব্যক্ত করেন, ত্রিপুরার জনগণও এক ভারত, শ্রেষ্ঠ ভারত তৈরিতে আগামীদিনে সহযোগিতার হাত সম্প্রসারণ করবেন৷
এদিকে, বিদায়ী রাজ্যপাল তথাগত রায় আজ সকালে রাজ্য ত্যাগ করেন৷ এ উপলক্ষ্যে রাজভবনে সকাল ৮২৫ মিনিটে রাজ্যপাল তথাগত রায়কে টিএসআর-এর পক্ষ থেকে অভিবাদন জানানো হয়৷ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, মেবার কুমার জমাতিয়া, বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী রায়, এডভোকেট জেনারেল অরুণ ভৌমিক, মুখ্যসকচিব সঞ্জীব রঞ্জন সহ রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিরকরা৷ অভিবাদনের পর রাজ্যপাল তথাগত রায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিদায়ী রাজ্যপাল বলেন, এখানকার স্মৃতি আমার কাছে আম্লান হয়ে থাকবে৷ তিনি ত্রিপুরাবাসীর শুভ কামনা করেছেন৷