নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.) : রাখি পূর্ণিমা উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। এদিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পড়িয়ে দিয়ে এই উৎসবটি পালন করে। ভাইরাও নিজেদের বোনকে রক্ষা করার অঙ্গিকার নেয়। প্রাচীনকাল থেকে এই উৎসব শ্রদ্ধা সঙ্গে পালিত হয়ে আসছে। রাখিবন্ধন উপললক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, রাখিবন্ধন উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। এই উৎসবের উদ্দীপনা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে জোরদার করুক। এই উৎসব আমাদের যেন অনুপ্রাণিত করে এমন সমাজ গড়ে তুলতে যেখানে মহিলাদের নিরাপত্তা, সম্মান বিশেষ করে শিশু কন্যাদের ক্ষেত্রে চিরন্তন শ্রদ্ধাবোধ বিরাজ করবে।
রাখি পূর্ণিমা তিথি উপলক্ষ্যে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ট্যুইট করে লেখেন, রাখিবন্ধনের এই পবিত্র তিথিতে দেশবাসী বিশেষ করে সামরিক বাহিনী বীর সেনানীদের আমার শুভেচ্ছা। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি আমাদের জওয়ান ও তাদের পরিবার পরিজনেরা যেন সুরক্ষিত, সমৃদ্ধ এবং সুখী থাকে। নারীদের মর্যাদা এবং সম্মান রক্ষার্থে আমার যেন পুনরায় নিজেদের নিয়োজিত করি। ভাই-বোনের মধ্যে সম্পর্ককে আরও বেশি জোরদার করুক এই উৎসব। সম্প্রীতি এবং ঐক্যবোধকে উন্নত করুক এই উৎসব। আমাদের প্রত্যেক বোনেদের এবং কন্যাদের শিক্ষা, নিরাপত্তা, প্রগতি এবং সমৃদ্ধি সুনিশ্চিত করার জন্য আমরা যেন সঙ্কল্পবদ্ধ হই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ট্যুইটবার্তায় লেখে রাখিবন্ধনের এই পবিত্র তিথিকে দেশবাসীকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।