বুলগেরিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ১৫ ও গুরুতর আহত ৩০

সোফিয়া, ২৬ আগস্ট (হি.স.) : খাদে বাস উল্টে নিহত ১৫ ও গুরুতর আহত ৩০। মর্মান্তিক এই দুর্ঘটনাটি শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০মিনিট নাগাদ বুলগেরিয়ার সোফিয়া শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে লেসকভ ডল এলাকায় ঘটেছে। কি কারণে দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের সোফিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পর্যটকবোঝাই বাসটি একটি রিসোর্টের দিকে যাচ্ছিল। হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় বাসটি উল্টে গিয়ে ৬৬ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার খরব শুনে উদ্ধারের জন্য তৎপর হয় স্থানীয় প্রশাসন। শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধার করার জন্য ১৫টি অ্যাম্বুলেন্স সোফিয়া থেকে দুর্ঘটনাস্থলে আসে। পাশাপাশি ভারস্তা এবং মনটেনা থেকে আরও তিনটি অ্যাম্বুলেন্স ছুটে আসে। আহতদের উদ্ধার করে সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি খাদে গিয়ে পড়ার আগে বিপরীত দিক থেকে আসা তিনটি গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তারপর খাদে গিয়ে পড়ে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। বাসটির মধ্যে কোনও বিদেশি পর্যটক ছিল না বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা হিসেবে সোমবার রাষ্ট্রীয় শোকদিবস হিসেবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *