নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ আগষ্ট৷৷ খোয়াই নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় মাঝবয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ শনিবার বিকালে এই নদীর তীরে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এদিন দুপুরে চকবের এলাকার গ্রামবাসীরা মৃতদেহটি দেখতে পান৷ মুহুর্তের মধ্যে খবর চারদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে প্রায় কয়েকশো গ্রামবাসী জড়ো হন৷ খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ পুলিশ গিয়ে নদীর তীর থেকে মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করে৷ পর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য৷ তবে উদ্ধারকৃত মৃতদেহের শনাক্ত করা যায়নি৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷
2018-08-26