এনআরসি ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ এনআরসি ইস্যুতে ক্রমাগত চাপ বাড়াচ্ছে আইএনপিটি৷ তিপ্রাল্যান্ড দাবি আইপিএফটি’র তুরুপের তাস

এনআরসি সহ বিভিন্ন দাবীতে শনিবার আগরতলায় আইএনপিটির গণবস্থান আন্দোলন৷ ছবি নিজস্ব৷

ছিল৷ তাই, রাজ্যেও এনআরসি’র দাবি তুলে কৌশলী চালে আইপিএফটি’কে মাত দিতে চাইছে বিজয় রাঙ্খল-জগদীশ দেববর্মারা৷ শনিবার এনআরসি সহ বিভিন্ন ইস্যুতে আগরতলায় পাঁচ ঘন্টার গণবস্থান সংগঠিত করেছে আইএনপিটি৷ তাতে তাঁরা বুঝিয়ে দিয়েছে, ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে রাজ্যে এনআরসি কার্য্যকরের দাবিতে চাপ ক্রমশ বাড়ানো হবে৷

সম্প্রতি অসমে এনআরসি’র খসড়া তালিকা প্রকাশিত হয়েছে৷ তাতে ৪৩ লক্ষাধিক মানুষের নাম বাদ পড়েছে৷ অসমের এই ঘটনায় আইএনপিটি রাজ্যেও এনআরসি কার্য্যকরের দাবিতে সোচ্চার হয়েছে৷ বিধানসভা নির্বাচনের আগে পৃথক রাজ্যের দাবি তুলে আইপিএফটি ভোটে কিস্তিমাত করেছে৷ উপজাতি মহল্লায় আইপিএফটি’র ফলাফল আইএনপিটি’কে সাইনবোর্ড সর্বস্বে পরিণত করেছে৷ তাই ধারণা করা হচ্ছে, এবার এনআরসি ইস্যুতে উপজাতি ভাবাবেগে জায়গা করতে মরিয়া হয়ে উঠেছে আইএনপিটি৷

এদিকে, বিজেপি- আইপিএফটি জোট সরকার মিছিল সংগঠিত করার অনুমতি না দেওয়ায় সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করেছেন বিজয় রাঙ্খলের দল৷ এদিন গণবস্থানে শুরু থেকেই এনআরসি সহ নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার, ইনার লাইন পারমিট চালু, এডিসিকে অধিক ক্ষমতায়ণ ইত্যাদি ইস্যুতে সুর চড়িয়েছে আইএনপিটি৷

মোট ১১ দফা দাবিতে এদিন আইএনপিটি গণবস্থান সংগঠিত করেছে৷ গণবস্থান শেষে আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন, রাজ্যে বহু অনুপ্রবেশকারী রয়েছেন যারা এখন স্থায়ী নাগরিকের সমস্ত কাগজপত্র বানিয়ে ফেলেছেন৷ তাছাড়া ১৯৭১ সালের আগে বহু মানুষ ওপাড় থেকে এপাড়ে এসেছেন৷ ফলে, এরাজ্যের প্রকৃত ভূমিপুত্ররা এখন সংখ্যালঘু হয়ে পড়েছেন৷ তাই, এনআরসি কার্য্যকর এরাজ্যে ভীষণ জরুরী হয়ে পড়েছে৷ তাঁর কথায়, অসমে বিজেপি সরকার এনআরসি কার্য্যকর করেছে৷ সেক্ষেত্রে এরাজ্যেও বিজেপি-আইপিএফটি জোট সরকারের নীতিগতভাবে এনআরসি কার্য্যকরে দ্বিমত পোষণ করার কথা নয়৷ তাঁর সাফ কথা, যতদিন পর্যন্ত এরাজ্যে এনআরসি কার্য্যকর হচ্ছে না, ততদিন এই ইস্যুতে আন্দোলন থামবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *