নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট : মানসিক ভারসাম্যহীন এক নাবালিকার সাথে যৌন লালসা চরিতার্থের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে চোরাইবাড়ি থানায়। যদিও অভিযুক্তরা এখনও অধরা।জানা গেছে, মেয়েটি যেহেতু ভারসাম্যহীন সেজন্য সে অভিযুক্তদের চিহ্নিত করতে পারছে না। তবে অভিযুক্তরা যে একাধিক ছিল সে ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ।
এদিকে চোরাইবাড়ি থানায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে এক দলবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৬/১৮। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি) এবং পকসো অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, এই মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
2018-08-24